
ভূমি অফিস দুর্নীতিমুক্ত ও জনবান্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান। রবিবার (২২ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মাসিক রাজস্ব সভায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, পিরোজপুর জেলার সকল ভূমি অফিসগুলোকে জনবান্ধব ও দূর্নীতিমুক্ত হতে হবে। কোনো ধরনের অনিয়ম ও দূর্নীতি সহ্য করা হবেনা। তিনি জেলার সব ভূমি অফিস দূর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় জেলা প্রশাসক দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। তিনি আরও বলেন, ভূমি অফিসে সেবাপ্রার্থীরা কোন ধরনের হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলা প্রশাসক অবৈধ স্থাপনা উচ্ছেদ, অনাবাদী জমি আবাদকরণ, জরিপের সময় ব্যাপক প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। বিশেষ করে নামজারি নিয়ে মানুষের যাতে কোন রকম ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সকল সহকারী কমিশনার (ভূমি) গণকে নির্দেশনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কানুনগো, সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন।