
রাজশাহীর বাগমারায় বিশিষ্ট মৎস্য চাষী ও সমাজ সেবক জাবের আলী তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন দাবী করে একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছেন। নিম্নে হুবহু তা প্রকাশ করা হলো।
কয়েকটি অনলাইন পোর্টাল, দৈনিক সানশাইন, ডিবিসি টিভিতে সহ আমাকে জড়িয়ে যে, সংবাদ প্রচার করিয়ে নেওয়া হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে চাঁদাবাজ, ভূমি, নারী নির্যাতন, বিল দখলকারী হিসাবে চিহ্নিত করার অপচেষ্টা করা হয়েছে।
আমি সফত করে বলতে পারি, আমি যদি কারও এক শতাংশ জমি বেআইনি ভাবে দখল করে থাকি সাক্ষ্য, প্রমাণ দিতে পারলে উপযুক্ত শাস্তি মাথা পেতে নিবো। আমি একজন মৎস্য চাষী। কৃষকদের জমি উপযুক্ত পয়সা দিয়ে লিজের মাধ্যমে সেগুলো ব্যবহার করি।
জীবনে কোন নারীকে আমি কখনও অসম্মান করিনি।
আর চাঁদাবাজি! আমার কাছ থেকে চিহ্নিত একটি চক্র ৫০ হাজার টাকা দাবী করেন। কিছু টাকা দিলে হয়তো আমার নামে চাঁদাবাজি মামলা দেওয়া হতো না। আমাকে মিথ্যা মামলায় জড়ালে কোন আফসোস ছিল না। আমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানকে তারা চাঁদাবাজির মামলায় জড়িয়েছে।
আপনারা একবার কল্পনা করুন, পিতা পুত্র মিলে কেউ চাঁদাবাজি করতে পারে ?
আমার প্রথম জীবনে আর্থিক অবস্থা খারাপ ছিল। কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আমি আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আর তা দেখে, দু’একজন হিংসুক ব্যক্তি তা সহ্য করতে পারে না।
আমি দ্বীর্ঘ দিন থেকে বস্ত্র বিতরণ, চক্ষু শিবির, ঈদে চাঁদে শত শত মানুষকে সাধ্যমত সহযোগিতা করে আসছি। যা বাসুপাড়া ইউনিয়নবাসী সহ বাগমারা বাসী জানে।
বর্তমান কম্পিউটারের যুগে কোন খারাপ কাজ করলে, তার কোন না কোন প্রমাণ থাকে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার কড়জোরে নিবেদন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করুন। আমি চাঁদাবাজ বা কী প্রকৃতির লোক এলাবাসী তা জানে।
আমি বেশ কিছু দিন থেকে নানা প্রপাগান্ডার শিকার হচ্ছি। এলাকার দু’একজন ঠগ আমার আর্থিক ক্ষতি করতে উঠে পড়ে লেগে আছে। আমাকে অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, সাজানো, হয়রানিমূলক, চাঁদাবাজি মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এঘটনায় আমি যদি কোন অপকর্ম করে থাকি তাহলে আল্লাহ তুমি আমাকে শাস্তি দিও। আর যদি আমি নিরপরাধ হয়ে থাকি তোমার কুদরতি দয়ায় আমাকে রক্ষা করিও। আর মামলার বাদী পার্শ্ববর্তী গ্রামের আইয়ুব আলী কী প্রকৃতির লোক এলাকাবাসী তা অবগত।
কাজেই সাজানো,বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ও হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী-
মো: জাবের আলী
গ্রাম- মন্দিয়াল ইউনিয়ন- বাসুপাড়া, উপজেলা- বাগমারা জেলা – রাজশাহী।