
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদার(৭০) আর নেই।( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) জানা গেছে, তিনি ২২ সেপ্টেম্বর রবিবার দুপুরে ঢাকায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। আরও জানা গেছে, মরহুমের যানাজা নামাজ ২২ সেপ্টেম্বর রবিবার প্রথমবার ঢাকা মিরপুরের ডিওএইচ এস কেন্দ্রীয় মসজিদের সামনে ও ২য় বার ২৩ সেপ্টেম্বর সোমবার জহুর বাদ কলাপাড়া জামে মসজিদের সামনে এবং একই দিন আসর বাদ মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে বলে জানা গেছে। আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান তালুকদারের মৃত্যুতে অনেকেই গভীর ভাবে শোকাহত। তার আত্নার মাগফেরাত কামনা করে পটুয়াখালী জেলার বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করেছে।