
শ্রীবাস সরকার, মাধবপুর, প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ভারত হতে প্রত্যাগত অবৈধ অনুপ্রবেশকারী ৬ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি ।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপি’র টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর এলাকা থেকে ৬ বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক করেন ।আটককৃত ব্যক্তিরা হলো:
ক। দুলাল (৩০), পিতাঃ রফিকুল ইসলাম, গ্রামঃ মরাপাগলা, পোষ্টঃ কালীনগর, থানাঃ চাঁপাইনবাবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।
খ। রাসেল(১৯), পিতাঃ শফিকুল ইসলাম, গ্রামঃ চাকপাড়া, পোষ্টঃ চরবাগডাঙ্গা, থানাঃ চাঁপাইনবাবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।
গ। আঃ বারী(৩০), পিতাঃ ফরিজ উদ্দিন, গ্রামঃ চুনাপুটি, পোষ্টঃ চরবাগডাঙ্গা, থানাঃ চাঁপাইনবাবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।
ঘ। শাহদত হোসেন (১৯), পিতাঃ আঃ রহিম, গ্রামঃ চাকপাড়া, পোষ্টঃ চরবাগডাঙ্গা, থানাঃ চাঁপাইনবাবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।
ঙ। আঃ আলীম (১৯), পিতাঃ মোঃ রায়হান, গ্রামঃ চুনাপুটি, পোষ্টঃ চরবাগডাঙ্গা, থানাঃ চাঁপাইনবাবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।
চ। তোষার আলী (১৭), পিতাঃ আঃ মোমিন, গ্রামঃ গুনটুলা, পোষ্টঃ ধাইনগড়, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ।ধর্মঘর বিওপির দায়িত্বরত কর্মকর্তা জানান, আটককৃত ব্যক্তিরা আনুমানিক ০২/০৩ মাস পূর্বে হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত এলাকা দিয়ে রাজ মিস্ত্রীর কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। আজ ২২ সেপ্টেম্বর ভোরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ধর্মঘর বিওপির টহল সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে (৩২২০) তিন হাজার দুইশ বিশ টাকা জব্দ করেন । আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের টাকাসহ মাধবপুর থানায় সোপর্দ করা হবে।