
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা :-
ব্রাহ্মণবাড়িয়া: বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বিশ্ব নদী দিবসের অঙ্গিকার রুখে দাও দুষণকারী আর দখলদার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২২ সেপ্টেম্বর) সকালে লোকনাথ দিঘির ট্যাংকের পাড় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে, বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, পৌর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির আহ্বায়ক এবি এম মমিনুল হক, তরী বাংলাদেশের সদস্য খালেদা মুন্নিসহ বিভিন্ন সচেতন মহলের নেতৃবৃন্দ।