
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর মহিপুরে রাতের আধারে জমি দখল করে বসত বাড়ি তৈরি করার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুর গ্রামের সাগর সিনেমা হলের উত্তর পাসে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মো. ছোহরাব হোসেন বাদী হয়ে মো.ইসমাইল সিকদার, ফারুক সিকদার, এরশাদ সিকদার কে দায়ী করে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা যায়, বাদী মো. ছোহরাব হোসেন এর পুত্র আবুল বাশার ২০১৪ সালে ১৮২১ নং দলিল মূলে ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়ে ২০৫৯ নং নামজারি খুলে নিজ নামে রেকর্ডভুক্ত হন এবং দখলেও আছেন। সরকার পতনের পর বিবাদীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার জমি রাতের আধারে দখল করে ঘর বাড়ি করার পায়তারা চালায়। তিনি এলাকায় না থাকায় অভিযুক্তরা সেই সুযোগে এ কাজ করে আসছে। এতে বাধা দিলে তাদের খুন জখম করার ভয়ভীতি দেখায়। এদের নামে মহিপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্ত মো.ইসমাইল সিকদার বলেন, ওই জমি আমার ক্রয়করা সম্পদ। আবুল বাসার আমার ভাইয়ের কাছ থেকে জমি কিনেছে তা অন্য জায়গায়।মহিপুর থানার পুলিশ উপ পরিদর্শক সরোয়ার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।