
স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারঘাট উপজেলা ৫/৪ নং ইউনিয়নের বিভিন্ন ছড়া থেকে লাখ লাখ টাকার অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে জেলা ও জেলার বাহিরে পাচার করা হয়।রাতবিরাতে বালু পাচারের মহোৎসব চলে এসব বালু পাচারের ফলে সরকার বিপুল অংকের রাজস্ব হারাচ্ছ। বালু বহন কারি পরিবহন ট্রাক,ট্রাক্টর চলাচলের কারণে গ্রামীণ জনপদ ও চা বাগান,পাহাড় বেষ্টিত রাস্তা গুলো রাস্তা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পূর্বে স্বল্পপরিসরে বালু উত্তোলন ও পাচার হলেও বর্তমানে প্রশাসনের কোন অভিযান না থাকায় বেপরোয়া হয়ে উঠেছে বালুখেকো চক্রটি। এই চক্রের নেতৃত্ব দিচ্ছে স্থানীয় গ্রাম্য মোড়লরা প্রভাশালী একটি চক্র এদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পান সাধারণ মানুষ দিনে রাতে বেপরোয়া ভাবে তারা বালু উত্তোলন করেপাচার করছে। স্থানীয়রা প্রতিবাদ করলে হামলা-মামলার ভয় দেখায় চক্রটি সরেজমিনে গিয়ে দেখা যায় ৪/৫ শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকার গাঁধাছড়া লালচাঁন,মহিমাউড়া জাঙ্গাল হারুন গাজী বদরগাজী ছড়াসহ বিভিন্ন ছড়াতে ডজন খানেক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে উত্তোলন করা এসব বালু রাতের আঁধারে পাচার করা হচ্ছে জেলার বিভিন্ন উপজেলায় লাখাই বুল্লা, বামইসহ,মাধবপুর শিল্প এলাকা অলিপুরে। পাচারে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর ও ড্রাম ট্রাক। বালু পাচারের রুটহিসেবে দেওয়াতলী সড়ক, নেশাপট সড়ক,লাদিয়া সড়ক ও শাহাজীবাজার রাবার বাগানের রাস্তা ব্যবহার করা হয়। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার জানান আমাদের অভিযান অব্যাহত আছে বর্তমানে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।