ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

শলী বনানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধি :

“কথায় বলে মামা-ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে”। মামা প্রধান শিক্ষক আর ভাগিনা সভাপতি। ২ জনই আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তাই আওয়ামী লীগের রোষানলে পড়ে আজ একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গুণগত মান নষ্ট হচ্ছে। ক্ষমতার অপব্যবহার করায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শলী বনানী উচ্চ বিদ্যালয়ে মামা আবু জাফর মাহবুব কামাল প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি তার আপন ভাগিনা জাহিদ রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতার দাপটে নিয়ম বহির্ভুত ভাবে একাধারে ৪ বার ভাগিনা জাহিদকে সভাপতি করে তারা প্রতিষ্ঠানটি দখলে নিয়ে কাউকে তোয়াক্কা না করে ২৫/৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে মর্মে বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারি ও শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা,উল্লাপাড়া বরাবর ইতিমধ্যেই লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর ২০১০ সালে প্রতিষ্ঠানে যোগদান করেন। এরপর নিজ ভাগিনা জাহিদকে একাধারে ৪ বার ম্যানেজিং কমিটির সভাপতি করে বিদ্যালয়ে অনিয়ম,দুর্নীতি,স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা,কর্মে ফাঁকি,শিক্ষকদের সাথে দুর্ব্যবহার,প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থ/অনুদান আত্মসাৎ,বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, বিদ্যালয়ের ল্যাপটপ কুক্ষিগত করে সর্বমোট ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও কোন তদন্ত হচ্ছে না বলে অভিযোগকারীরা উদ্বিগ্ন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হতে অদ্যাবধি পর্যন্ত প্রধান শিক্ষক আবু জাফর বিনানুমতিতে অনুপস্থিত থেকে আত্মগোপনে আছেন। সুত্রে আরও জানা যায়,সুচতুর প্রধান শিক্ষক জাফর শাক দিয়ে মাছ ঢাকার মত শারিরীক অসুস্থ্যতার ভুয়া মেডিকেল দেয়ার অপচেষ্টায় লিপ্ত আছেন। দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আবু জাফরের কারনে সুপরিচিত এ বিদ্যা পিঠে শিক্ষার পরিবেশ,পাঠদান ও ভাবমুর্তি দিনদিন নষ্ট হচ্ছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক জানান, শারিরীক অসুস্থ্যতায় আমি নিজেই ছুটিতে আছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ হাসনাত জানান,সদ্য যোগদান করেছি। আমার কাছে অভিযোগ দিতে বলেন,অভিযোগ হাতে পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ