
জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ’র সাথে বরগুনা জেলা শাখা কমিটির নেতৃবৃন্দ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সভায় জাতীয় সাংবাদিক সংস্থা, বরগুনা জেলা শাখা কমিটির সাবেক সভাপতি ও স্হানীয় দৈনিক দীপঅঞ্চল পত্রিকার প্রকাশক এবং সম্পাদক মোঃ মোশাররফ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহাম্মদ কামরুল ইসলাম, মহাসচিব, জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা ‘র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সরকার সহ জাতীয় সাংবাদিক সংস্থা’র বরগুনা জেলা শাখা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।