মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি কালু ওরফের দাঁত ভাঙ্গা কালুকে তার তিন সহযোগীসহ আটক করেছে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত অপর তিন মাদক কারবারি হলেন,মো.জসীম মুন্সী (৩৯),মো.নুরুদ্দিন ও মো. জীবন (২২)।
শনিবার (২১ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ এসব তথ্য জানান।
তিনি জানান,শনিবার বেলা ১১ টার দিকে মোহাম্মদপুর থানার ৬৫/জি বাঁশবাড়ি মেইন রোডস্থ নজরুল অটোমোবাইল ওয়ার্কসের সামনে থেকে দাঁত ভাঙ্গা কালুকে ১০৫ পিস ইয়াবাসহ, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের রাজমহল কসমেটিকস দোকানের সামনে থেকে জসীম মুন্সিকে ১০০ গ্রাম গাজাসহ ও জেনেভা ক্যাম্পস্থ আসলাম বিতানের সামনে থেকে নুরুদ্দিন ও জীবনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ডিআই/এসকে