
কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে ৫৪ পিচ ইয়াবাসহ ৩ মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে মহিপুর থানা এলাকার রাজা ফিলিং স্টেশন’র সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ জাহিদ( ৩৫), সোহেল ওরফে চুল সোহেল (৩২) ও শুক্কুর আলী (৩০)। এরা সবাই মহিপুর সদর ইউনিয়নের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে রাজা ফিলিং স্টেশন’র সামনে থেকে সন্দেহজনক অবস্থার জনতা আটক করেন। পরে পুলিশ এসে তল্লাশি করে তাদের কাছ থেকে ৫৪ পিচ ইয়াবা উদ্ধার করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সব সময়ই সোচ্চার আছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।