কক্সবাজারে হোয়াইক্যং হাইওয়ে এলাকার অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ সিএনজি জব্ধ করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার ( ২১ সেপ্টেম্বর) কক্সবাজারে হোয়াইক্যং হাইওয়ে নয়াপাড়া নামক স্থান থেকে ইয়াবাসহ সিএনজি জব্ধ করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর ) এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়ন অতিরিক্ত ডিআইজি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো.খাইরুল আলম।
তিনি জানান,কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে ফোর্সসহ চেকপোস্ট করাকালে একটি সিএনজিকে থামার সংকেত দিলে উক্ত সিএনজি সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যায়। এতে সন্দেহ হওয়ায় সঙ্গীয় ফোর্সসহ উক্ত সিএনজি এর পিছু ধাওয়া করি। এক পর্যায়ে টেকনাফ থানাধীন মিনাবাজার মুড়াপাড়া নামক স্থানে সড়কের উপর সিএনজি রেখে চালক পালিয়ে যায়।
পরবর্তীতে স্বাক্ষিদের উপস্থিতিতে বর্ণিত সিএনজি (রেজিঃ নং- কক্সবাজার-থ-১১-৮৯৫৭) তল্লাশি করে চালকের আসনের নীচে বিশেষ কায়দায় একটি কালো রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি নীল রংয়ের বায়ুরোধক প্যাকেট, প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট (২৫×২০০) ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে তা সিএনজি সহ অদ্য ২১/০৯/২০২৪ইং ১১২০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্ধ করা হয়।
জব্ধকৃত ইয়াবা ট্যাবলেট এর মূল্য অনুমান (৫০০০ × ৩০০) ১৫০০০০০/- (পনের লক্ষ) টাকা। সিএনজি এর মূল্য অনুমান ৩০০০০০/- (তিন লক্ষ) টাকা। পলাতক সিএনজি চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে