
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর গলাচিপায় প্রাথমিক শিক্ষকদের ১০ গ্রেড পদায়নের এর দাবীতে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার দুপুর সারে ১২ টার দিকে উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের অংশ গ্রহনে স্নাতক যোগ্যতায় ১০’ম গ্রেড কেন নয় ? আর কোন দাবী নাই দশম গ্রেড চাই, দশম গ্রেড দাবী নয়, এটা আমাদের অধিকার, এক দফা এক দাবী আদায়ের লক্ষ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শতাধিক শিক্ষকদের অংশ গ্রহনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন।
এসময়ে নেতৃত্ব দেন, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মঈন উদ্দিন।
বক্তব্য প্রদান করেন, রতনদীতালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমান, শুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ খবির হোসেন, সহকারী শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, মোঃ আহসান। এ সময়ে তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তাদের এই মানববন্ধন। তারা বলেন, একজন শিক্ষক স্নাতক পাশ করেও তৃতীয় শ্রেনীর কর্মচারীর চেয়েও বেতন ভাতা পেয়ে জিবিকা নির্ভহ করছে, একজন শিক্ষকের দুপুরে খাবারের বিল পায় ৬ টাকা, এটা একধরণের বৈষাম্য ছাড়া কিছু’ই নয়।প্রধান শিক্ষক মু. মঈন উদ্দিন বলেন, আমাদের ১০’ম গ্রেড আমাদের দাবী নয়’অধিকার। তাই বর্তমান অন্তবর্তী সরকার শিক্ষকদের ন্যায্য অধিকার পুরোনের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় এক দফা এক দাবী আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আরো কঠিন কর্মসূচী গ্রহন করবেন বলে জানান।