প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ২:০০ অপরাহ্ণ
শার্শায় ১৮ কেজি গাঁজাসহ আটক ১

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
রবিবার (১২ অক্টোম্বর) আনুমানিক রাত ৯ টার সময় শার্শা উপজেলার ছোট মান্দার তলা গ্রামের ঈদগা সংলগ্ন এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করে।
আটক বাবলুর রহমান বাবু শার্শা উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাবলুর রহমান বাবু বোয়ালিয়া ঈদগা সংলগ্ন এলাকা থেকে ১৮ কেজি গাঁজা সংগ্রহ করে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ৯টি বান্ডিল উদ্ধার করে। যার ওজন ১৮ কেজি।
তিনি আরো জানান, আটক বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.