
নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে ৯০ লিটার চোলাই মদ ও একটি সিএনজি গাড়ীসহ দুই জনকে জনতা কর্তৃক ধৃত করে বিজিবির হাতে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া থেকে এসব মদ ও ব্যবহারের সিএনজ গাড়ি আটক করে স্থানীয়রা।তরা হল: মোঃ জসিম উদ্দিন (২৬), পিতা – মৃত খোরশেদ আলম, গ্রাম -হলুদ্যাশিয়া,মোঃ জিয়াবুল হক (২৪), পিতা – মোহাম্মদ আবুল কালাম , গ্রাম- আশারতলী ৮ নং ওয়ার্ড উভয়ই নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।১১ বিজিবির সহকারী পরিচালক আল আমিন এর নেতৃত্বে বিজিবির জোয়ানরা ঘটনাস্থল থেকে সিএনজি গাড়ী, চোলায়মদসহ দুই পাচারকারীকে ব্যাটলিয়ন সদরে নিয়ে আসেন।এর পর নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেন বিজিবি।