দেশে বেকারত্ব মহামারি নিরসনে অন্তর্বতীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে এ দাবীতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার এবং সদস্য মোঃ সোহাগ মিয়া।এছাড়াও এসময় মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদ,পটুয়াখালী জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রুবেল মাহামুূদ'র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদ,পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান।
উক্ত মানববন্ধনে এসময় গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার অন্যতম নেতা মোঃ ইউনুস বিশ্বাস ও গণ অধিকার পরিষদের পটুয়াখালী সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল কাইয়ুম সহ যুব অধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের শত শত নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: " দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই " এ প্রতিপাদ্য কে সামনে রেখে যুব অধিকার পরিষদ,পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এসময় উক্ত মানববন্ধন অত্র স্হানে অনুষ্ঠিত হয়।