ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ

পঞ্চগড়ে বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক সভা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

পঞ্চগড়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬) বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শুরুর পূর্বে সীমান্তবর্তী জনসাধারণের জন্য স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চার জন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ সময় বিনামূল্যে রোগীর ঔষধ সরবরাহ করা হয়। বৃহষ্পতিবার (১৯ -সেপ্টেম্বর) ২০২৪ তারিখে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনস্হ পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ঢাঙ্গীপুকুরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দুপুর ০২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁও। সভার প্রধান অতিথি কর্তৃক মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, মহাপরিচালক মহোদয় এবং রিজিয়ন কমান্ডার মহোদয়ের দিকনির্দেশনার আলোকে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে অনুপ্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। কোন ভাবেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা যাবে না। সীমান্তবর্তী জনসাধারণ কর্তৃক গবাদি পশু চরানো, মাছ ধরতে যাওয়া বা ঘাস কাটতে গিয়ে সীমান্ত অতিক্রম করা যাবে না। সীমান্ত হত্যা বন্ধে সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ থেকে সীমান্তবর্তী জনসাধারণকে বিরত থাকতে হবে। মাদকদ্রব্য ও গরুসহ যে কোন চোরাচালানের সাথে জড়িত হওয়া যাবে না। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। বাংলাদেশী লোকজন/গবাদী পশু দ্বারা ভারতীয় কৃষকের ফসল নষ্ট করা যাবে না। বাংলাদেশী কৃষক কর্তৃক জমি চাষাবাদের সময় শূন্য রেখা অতিক্রম করা যাবে না। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে কোন ধরণের গুজব প্রচার করা যাবে না। সীমান্তের ১৫০ গজের মধ্যে ৩ ফুটের অধিক উচ্চতার ফসল চাষাবাদ না করা। উক্ত জনসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, এএসসি। এছাড়াও, অন্যান্যদের মধ্যে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ আলী আকবর, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ, বিজিবি কোম্পানী কমান্ডারগণ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ