বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ফারিখালের উপর নির্মিত কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যামের গাইড ওয়াল ধসে খালে পড়ায় সড়কে বেহাল দশা দেখা দেয়।
সড়ক দিয়ে বাইশারী বাজারে যাওয়ার একমাত্র এ সড়কটি ধসে পড়ায় এখন চরম বিপাকে পড়েছে ৫ গ্রামের কয়েকশ পরিবার।
স্থানীয়রা জানান, গত ১৫ দিন আগের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এলজিইডি নির্মিত রাবার ড্যাম প্রকল্পের আওতাধীন গাইড ওয়ালটি ভেঙে যাওয়ার ফলে চলাচলের একমাত্র রাস্তাটি ও খালের পেটে চলে যায়। এতে চরম ঝুঁকিতে রয়েছে রাবার ড্যামের পাশে বসবাসরত বসত ঘরগুলো। যে কোন মুহূর্তে ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি গাইড ওয়াল সহ বসতঘর ও মুরগীর খামার। তাছাড়া কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম ও।
এ বিষয়ে রাবার ড্যাম প্রকল্পের দায়িত্ব থাকা আমানতুল্লাহ জানান, কৃষকদের একমাত্র ভরসা এই রাবার ড্যাম প্রকল্পের আওতাধীন শত শত কৃষক। শুকনো মৌসুমের আগেই গাইড ওয়াল নির্মাণ করা না হলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবু তাহের জানান, রাবার ড্যামের দুই পাশের রাস্তাটি দিয়ে দৈনিক কয়েক শত পরিবারের চলচল রয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে ভেঙে পানিতে পড়ে যাওয়া স্থানটি দ্রুত মেরামতের দাবি জানান তিনি।