
পটুয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,পটুয়াখালী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পটুয়াখালী’র আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যাপক ড.মোহাম্মদ শোয়েব, সদস্য ( খাদ্য শিল্প ও উৎপাদন),বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এছাড়াও এসময় সভায় পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আরিফুল ইসলাম, উপসচিব, খাদ্য মন্ত্রণালয়।
এ সভায় এসময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ( পটুয়াখালী সদর সার্কেল) মোঃ সাজেদুল ইসলাম,পটুয়াখালী খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত জেলা খাদ্য নিয়ন্ত্রণক মোঃ নাসির উদ্দিন ও পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহরাব হোসেন সহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র বিভিন্ন কর্মকর্তা বৃন্দ,পটুয়াখালী জেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা -কর্মচারী গন ও পটুয়াখালী জেলা খাদ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: উক্ত মতবিনিময় সভার উপস্থাপনায় ছিলেন মোঃ আবু রায়হান, নিরাপদ খাদ্য অফিসার পটুয়াখালী বলে জানা গেছে।