
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ দলদলিয়া পাতিলাপুর গ্রামের হোসেন আলী’র গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ২টি গরু ২টি ছাগল এবং ৪টি ঘর আসবাবপত্র-সহ প্রায় নয় লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় দলদলিয়া ইউনিয়নের দক্ষিণ দলদলিয়া পাতিলাপুর এলাকার হোসেন আলীর স্ত্রী জোবেদা বেগম প্রতিদিনের মতো সন্ধ্যায় গোয়াল ঘরে থাকা গরু ছাগল দেখতে যান। গোয়াল ঘরে ইলেকট্রিক বাতি জ্বালাতে সুইচের মধ্যে আগুন জ্বলে উঠে সেখানে থাকা পাটখড়ির মাধ্যমে তাৎক্ষণিক ভাবে আগুন ছড়িয়ে পড়ে। এসময় জোবেদা বেগম ও তার পরিবারের সদস্যদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হন। ততক্ষনে গোয়াল ঘর সহ পাশে থাকা আরও তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি।