
বরগুনা প্রতিনিধি : আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন
যুবদল আহবয়ক নাম মো. সোহেল মল্লিক। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পূর্বে সব সময় থাকতেন আওয়ামীলীগ নেতাদের অর্শিবাদে।সুযোগ সুবিদা নিয়েছেন আওয়ামীলীগ নেতাদের কাছ থেকে। সব সময় চলতেন ফেরতেন আওয়ামীলীগ নেতাদের সাথে।
অংশগ্রহন করতেন আওয়ামীলীগ নেতাদের কার্যক্রমে বিগত
আওয়ামীলীগ সরকারের আমলে যখন বিএনপি দলীয় নেতাকর্মীরা হামলা মামলার শিকার হতো তখণ এই যুবদল আহবায়ক সোহেল মলি-ক আওয়ামীলীগ নেতাদের সাথে সখ্যতার কারনে কোন দলীয় কার্যক্রমে অংশগ্রহন করতো না। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে সোহেল মল্লিক যুবদলের হলদিয়া ইউনিয়ন আহবায়ক হিসাবে নিজের অধিপত্য বিস্তার সরকরার জন্য উঠেপড়ে লেঘে যায় ।
কিন্তু ইউনিয়ন যুবদলের সাধারন নেতাকর্মীরা যারা এতদিন নির্যাতন মামলা হামলা খেয়েছে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক তৃনমূল নেতাকর্মীরা অবিলম্বে আহবায়কের পদ থেকে সোহেল মল্লিক কে অপসারন করে যারা এতদিন হামলা মামলার শিকার হয়েছের তাদের মধ্যে থেকে একজনকে ঐতিহ্যবাহি হলদিয়া ইউনিয়ন যুবদলের দায়িত্ব প্রদানের জন্য উপজেলা যুবদল নেতৃবৃন্দর কাছে দাবী জানিয়েছেন। এ ব্যাপারে জানার জন্য সোহেল মলি-কের সাথে যোগাযোগ করার
চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।