
জামালপুরের মেলান্দহ আধুনিক অডিটোরিয়াম ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অডিটোরিয়ামের নৈশপহুরী আঃ করিম বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন ৫ আগষ্ট বিকাল সাড়ে ৩ টার দিকে অজ্ঞাতনামা ২০০০-২৫০০ জন লোক অডিটোরিয়ামে বর্বরোচিত হামলা চালায়। হামলা চালিয়ে অডিটোরিয়ামের এসি,দরজা,জানলা,চেয়ার, আসবাবপত্রে আগুন দেয় ও লুটপাট করে নিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়ায় সাড়ে ৪ কোটি টাকা।
অভিযোগ দাযেরের বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
উল্লেখ্য,গত ৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন।এ খবর ছড়িয়ে পড়লে মেলান্দহ পৌরসভার প্রধান সড়ক সমূহে বিজয় মিছিলে ঢল নামে ছাত্র জনতার।এ সুযোগে বহিরাগত একদল লোক হামলা করে মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে। হামলা করে অডিটোরিয়ামের ভিতরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।লুট তরে করে নিয়ে যায় দরজা, চেয়ার টেবিল,ফ্যান,এসিসহ বিভিন্ন আসবাবপত্র। অডিটোরিয়ামের একটি রুম উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের গোডাউন হিসেবে ব্যবহার হতো।সেখান থেকে ত্রানের বিভিন্ন সামগ্রী, ঢেউটিন,বিস্কুট, খেজুর লুট করে নিয়ে যায় বহিরাগত হামলাকারীরা।পড়ে থাকে শুধু পোড়া ইটের দেয়াল। অডিটোরিয়ামের পাশে উপজেলা পরিষদের নিরাপত্তা প্রাচীরের ষ্টীলের গ্রীলসহ লুট হয়। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব নেন সেনাবাহিনী।সাধারণ শিক্ষার্থী ও সেনাবাহিনীর সহযোগিতায় লুট হওয়া কিছু মালামাল উদ্ধার হয়।