ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,নারীসহ গ্রেফতার ১১
এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা: ডিএমপি
মোহাম্মদপুরে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
সেনা অভিযান:হাতবোমা ও দেশিও অস্ত্রসহ কব্জি কাটা গ্রুপের ৬ সদস্য গ্রেফতার
বাসা থেকে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ,আটক ১
গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ: ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৭২
রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
বোদায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক

নিখোঁজ ২৪ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা উদ্ধার

কাপ্তাই ৫৬ বেঙ্গল সেনা জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুই নং গাইন্ধ্যা ইউনিয়ন হতে নিখোঁজ হওয়া বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
সম্প্রতি ২৫ আগষ্ট রাজস্থলী উপজেলার তিন নং বাংগালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা (৫০), নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া চেয়ারম্যান এর পারিবারিক সূত্রে জানা যায়, আদোমং চেয়ারম্যান ঘটনার দিন সকাল তার নিজ বাড়ি হতে বাংগালহালিয়া ইউপি সদস্যদের সম্মানী উত্তোলনের জন্য রাজস্থলী উপজেলা সদরে সোনালী ব্যাংকে গমন করে। রাজস্থলী উপজেলা সদর হতে বাংগালহালিয়া ফিরে আসার সময় সন্ত্রাসীদের হাতে অপহরণ হয় বলে পরিবার নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নিখোঁজ হওয়ার পরবর্তী সময়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ না হওয়ায় এবং সন্ধায় বাড়িতে না ফেরায় চেয়ারম্যান নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবার কর্তৃক একইদিন রাতে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে অবগত করেন। পরের দিন নিখোঁজের ব্যাপারে চেয়ারম্যান এর পরিবার কর্তৃক চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়রি করে।
আদোমং চেয়ারম্যান নিখোঁজ হওয়ার পর পর অপহরণকারী সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন মোবাইল নাম্বার হতে চেয়ারম্যানের স্ত্রী’ এবং পরিবারের সদস্যদের মুক্তিপন চেয়ে ফোন দেয়। বিষয়টি স্থানীয় আইন শৃংখলা বাহিনী অবগত হলে, অপহরনকারীদের অবস্থান সনাক্তকরণে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে চেষ্টা চালায়। ফলশ্রুতিতে অপহরণকারীরা বিভিন্নসময় অপহৃত ব্যক্তিকে স্থানান্তর করতে থাকে। একপর্যায়ে মঙ্গলবার বিকালে খবর পাওয়া যায় যে, অপহরণকারী সন্ত্রাসীদের একটি দল গাইন্ধ্যা ইউনিয়ন এলাকায় গমনাগমন করবে। এই প্রেক্ষিতে, কাপ্তাই সেনা জোনের একটি দল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান নেয়। এই সময় সেনাবাহিনীর অবস্থান জানতে পেরে সশস্ত্র সন্ত্রাসী দলটি অপহৃত আদো মং চেয়ারম্যান কে হাত পা বাঁধা অবস্থায় ফেলে পালিয়ে যায়। এই সময় সেনা টহলের অবস্থান জানতে পেরে আদোমং চেয়ারম্যান সেনা টহলের সহায়তায় উদ্ধার হয় বলে জানা যায়। সেনাবাহিনী কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ, ওসি, ইকবাল হোসেন জানান, অপহ্নত চেয়ারম্যান কে রাজস্থলী সাব জোনের সেনাবাহিনী কর্তৃক উদ্ধার করা হয়ছে বলে আমি শুনেছি। তবে কে বা কাহারা অপহরন করছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শেয়ার করুনঃ