ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও সুরক্ষা-স্বেচ্ছাসেবকদের উদ্ধার উপকরণ বিতরণ

কুড়িগ্রাম সদর উপজেলায় দূর্যোগপূর্ণ একটি ইউনিয়ন যাত্রাপুর। প্রতি বছর বন্যা, খড়া, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দূর্যোগে এই ইউনিয়নের মানুষের স্বপ্ন ভেঙে যায়। এতে অসহায় হয়ে পড়ে অগনিত মানুষ।
দুর্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের সহনশীলতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করছে সেন্টার ফর ডিজএ্যাবেলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের ৫টি ওয়ার্ডে ঝুঁকিতে থাকা প্রায় তিন শতাধিক এবং বিভিন্ন চরে বসবাসকারী প্রায় ২০০ জন ঝুঁকিপূর্ণ ব্যক্তিসহ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সুরক্ষা উপকরণ বিতরণ করেছে সিডিডি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল হাই, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ও প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আঃ গফুর, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, সিডিডি প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ এবং প্রকল্প দলের সদস্যবৃন্দ।
জানা গেছে, সাম্প্রতিক বন্যায় অত্র ইউনিয়নে ব্যাপক ক্ষতি সাধিত হয়। ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীসহ প্রতিবন্ধী ব্যক্তি এবং অত্র ইউনিয়নের বাসিন্দাদের ফসল, ঘরবাড়ি, গবাদিপশুর প্রাণহানিসহ নানারকম স্বাস্থ্যঝুঁকিতে পড়ে এ জনপদের মানুষ। তাই তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা অধিক বিবেচনায় এনে সিডিডি জরুরি স্বাস্থ্য ও সুরক্ষা উপকরণ বিতরণ করে।
অনুষ্ঠানে উপস্থিত কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই বলেন- দূর্যোগপূর্ণ ইউনিয়ন যাত্রাপুরে সিডিডি দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধি ব্যক্তি এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সিডিডি দীর্ঘদিন যাবৎ নিরলস কাজ করে যাচ্ছে। এজন্য আমি সিডিডিকে ধন্যবাদ জানাই।
প্রকল্প ব্যবস্থাপক আবু আল তারেক আহমেদ বলেন- দূর্যোগ কবলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা জরুরি। বিতরণকৃত এই উপকরণ যথাযথ ব্যবহারের মধ্য দিয়ে মানুষের সুস্বাস্থ্য রক্ষার অভ্যাস গড়ে উঠবে। ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকান্ডে প্রতিবন্ধি ব্যক্তিরা যেন বাদ পড়ে না যায় তিনি সেদিকেও খেয়াল রাখতে সকলের প্রতি আহ্বান জানান। অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা অনুযায়ী এই সকল কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে আহ্বান করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সিডিডি কর্তৃক প্রশিক্ষিত ভলান্টিয়ারগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

শেয়ার করুনঃ