
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান কল্যাণ ফ্রন্ট এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শ্রীশ্রী নাশকুমারী দূর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত কর্মী সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব অন্নপ্রসাদ বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব আলহাজ ফরহাদ হোসেন আজাদ।বিশেষ অতিথি ছিলেন বিএনপির উপস্থিত ছিলেন চন্দনবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুল করিম সাজ্জাদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইবনে ফজল সোহাগ, চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট, ময়দানদিঘী শাখার আহবায়ক সন্তোষ কুমার রায়।এসময় বাবু সন্তোষ কুমার রায় কে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের চন্দনবাড়ী ইউনিয়ন আয়বায়ক ও যগদানন্দ কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি বিশ্বাস করে, এ দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে। আসন্ন দুর্গাপূজার সময়ে এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দেবে। পরে চন্দনবাড়ী ইউনিয়নের ১০টি পুজা মন্ডপে দূর্গাপুজা উপলক্ষে ৫০০ কেজি ও বিশ^কর্মা পুজা উপলক্ষে নাশকুমারী মন্দিরে ৫০০ কেজি চাল প্রদানের ঘোষনা দেন।