
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির আয়োজনে সকল ধর্মের লোকদের অংশগ্রহনে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১৬ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলার রতনপুর মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্টি ব্যবসায়ী মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন।প্রধান বক্তা ছিলেন,জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।বিশেষ অতিথি ছিলেন,পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারন সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন-আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী,ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা যুবদলের নেতা নয়ন প্রধান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব হারুনুর রশিদ রাব্বিসহ আরো অনেকেই। এই সম্প্রীতি সভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতা কর্মী ও বিভিন্ন ধর্মাবলম্বী লোক উপস্থিত ছিলেন।