
রাজশাহীর তানোরে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন ও মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ তলা বিশিষ্ট নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন। এর আগে কালিগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ে ফলক উন্মোচন করে ২য় তলা নবনির্বিত ভবনের উদ্বোধন করেন।
পরে কাশেম বাজারস্থ সদ্য প্রতিষ্ঠিত টেকনিক্যাল স্কুল ও কলেজ, জিওল দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার নবনির্মবত ৪তলা ভবনের উদ্বোধন করেন।
পরে তিনি চাপড়া কৃষি কলেজের নির্মানাধীন ভবনের ভিত্তি প্রস্তর ও তালন্দ ললিত মোহন বিশ্ববিদ্যালয় কলেজে নবনির্মিত ভবন ও তালন্দ আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন এবং কামারগাঁ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
পরে সন্ধ্যায় তিনি উপজেলার পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন এলাকার প্রায় ১শ’ ৮০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় তানোর উপজেলা সহকারী কমিশনার ভুমি আবিদা সিফাত, তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পৃথক পৃথক ভাবে এসব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। তানোর উপজেলা আ’ লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন, তানোর উপজেলা আ’ লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীব সরকার।
তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর পৌর আ’ লীগ সভাপতি আসলাম উদ্দিন মাষ্টার, সাধারন সম্পাদক আবুল বাসার সুজন প্রমুখ।
এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানগনসহ সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা ছাড়াও দলীয় নেতা-কর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।