
আমি ছোট্ট ছিলাম ভালোই ছিলাম
কোনো ছিলোনা জালা।
এখন দেখি সবই আমায় করছে
দিশেহারা।
সংসার জগত কঠিন জগত
আগে জানতাম না।
জানলে আগে এ জগতে আমি আসতাম না।
কত মনের স্বপ্ন আশা দিয়ে জলাঞ্জলি
ঘানির টানে চলেছি টেনে এই সংসার খানি।
বন্ধু তুমি ভেবোনা তোমায় ভুলে গেছি আমি
হাজার কাজের মাঝেও তোমায় সময় দেবো আমি।
জন্ম যখন দিয়েছে বিধি দুঃখ সইবার তরে
সুখের নাগাল তিনিই দেবে এই ভুবনের পরে।
বন্ধু তুমি সারাদেহে, আছো আপন মনে
সংসারের মাঝেও এ মন আছে তোমার কাছ।