
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে একজন ভিক্ষুক মহিলাকে কোদালও ধাড়ালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর উত্তরপাড়ায়।১৬ই সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শ্রীপুরের শহিদুল হক মোল্লার ছেলে মানিক মিয়া (৪০) ভিক্ষুক মহিলাকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটান। নিহত ভিক্ষুক মহিলার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। মৃত মহিলার নাম আমেনা বেগম (৫০)বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে কিশোরগঞ্জ সদরের মনিপুরঘাটের মতিউর রহমানের স্ত্রী।সে বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে ভিক্ষা করতেন।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শ্রীপুরের শহিদুল হক মোল্লার বাড়িতে ভিক্ষুক মহিলা ভিক্ষা চাইতে গেলে তার ছেলে অভিযুক্ত মানিক মিয়া ভিক্ষুক মহিলার প্রতি ক্ষেপে গিয়ে প্রথমে কুদাল দিয়ে মহিলাকে কুপ মারে। পরে ধারালো দাঁ দিয়ে মহিলার গলায় আঘাত করলে ঘটনাস্থলে মহিলা নিহত হন। এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত মহিলাকে উদ্ধার করা হয়েছে । আমি জানতে পেরেছি মহিলাটি ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতন্ডার ফাঁকে অভিযুক্ত মানিক মিয়াতাকে কোদাল ও দাড়ালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সাথে সাথে দ্রুত অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে । ভিক্ষুক মহিলাটির খোঁজ পাওয়া গেছে। তার বাড়ি কিশোরগঞ্জ । মহিলার ছেলেকে খবর দেয়া হয়েছে। তার ছেলে আসার সাথে সাথে তার কাছ থেকে এজহার নেওয়া হবে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।