ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

গোবিন্দগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় চার যুবক গ্রেফতার

মাহতাব উদ্দন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রায়হান কবির মিলন নামে এক
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়াইজিবাইক, একটি মোবাইল ফোন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছুড়িউদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানায় প্রেস ব্রিফিং করে এতথ্য জানিয়েছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান।তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর সকালে আবুরায়হান তার ব্যাটারী চালিত ইজিবাই নিয়ে বাডি় থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ১২ সেপ্টেম্বর দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা গ্রামের একটি বাঁশ ঝাড়ে রায়হান কবীর মিলনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত রায়হান কবির মিলনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হয়, সংঘবদ্ধ চক্রটি ইজিবাইক ছিনতাই করে রায়হানকে হত্যা করে মরদেহ বাঁশ ঝাড়ে ফেলে যায়। রায়হান কবীর মিলন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ র্ভনাপাড়া গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র। তিনি আরও জানান, রায়হান হত্যার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হলে পুলিশ কয়েক দিন ধরে হত্যায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালান। পরে
প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক, একটি মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত ধারালো ছুড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ৪ যুবক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।আটককৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার খারিতা গ্রামের আব্দুর রহিমের ছেলে খাদেমুল ইসলাম (২৭), পলাষট্টি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে নাজমুল ইসলাম (১৯), একই গ্রামের বিশ্বনাথ মালির ছেলে চন্দন মালি(৩০), এবং রঘুনাথপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মীর হোসেন (২৪)।
প্রেস ব্রিফিংয়ের সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার সি-র্সাকেল উদয়কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, ওসি, তদন্ত পরির্দশক তারেফুল ইসলাম ও বৈরাগীরহাটতদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো. মতিউর রহমানসহ অন্যান্য র্কমর্কতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ