ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নোয়াখালীর আহবায়ক রনি,সচিব দ্বীপ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু

ঝিকরগাছায় বৃষ্টিতে ফসলের ক্ষতির শংকা, চিন্তায় কৃষকের মাথায় হাত

ঝিকরগাছায় কয়েকদিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নে পাকা আউশ ধান আমন, কলা, লাউ পেঁপেসহ সব ধরনের সবজি ও মাছের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা। নিম্নাঞ্চলে অসংখ্য পুকুর ভেসে মৎস্য চাষিদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঝিকরগাছা সদর ইউনিয়নের মল্লিকপুর, পদ্মপুকুর ও পৌরসদরের ৫নং ওয়ার্ডে কৃর্তিপুর গিয়ে দেখা গেছে, এলাকার বেশ কয়েকটি পুকুর ভেসে গেছে। শফিকুল নামের এক মাছ চাষির কয়েক লাখ টাকার মাছের পোনা ভেসে গেছে। এছাড়া ঝুঁকির মধ্যে রয়েছে মল্লিকপুর গ্রামের আব্দুল করিম, রেজাউল ও অনুভবের পুকুর, পদ্মপুকুর গ্রামের রফিকুল ইসলামের পুকুর।পদ্মপুকুর গ্রামের আলমগীর হোসেন বলেন, তার পুকুর ভেসে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে কয়েকদিনে অতিবর্ষণে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। রবিবার ঝিকরগাছায় হাট থাকায় এদিন বৃষ্টি উপেক্ষা করে দিনমজুর, ভ্যানচালক, ইজিবাইক, থ্রিহুইলার ও নিজেদের উৎপাদিত সবজি নিয়ে কৃষকসহ নিম্নআয়ের মানুষদের বাজারে আসতে দেখা গেছে। বিকেলে বৃষ্টির তীব্রতা বেড়ে গেলে অধিকাংশ ভ্যান-রিকশা চালক বাড়ি চলে যান। তবে নিজেদের উৎপাদিত সবজি নিয়ে বাজারে এসে বিপাকে পড়েন কৃষকরা। বাজারে মানুষ কম থাকায় বিক্রি কম। ঝিকরগাছা বাসস্ট্যান্ড, উপজেলা মোড়, থানা মোড়, রেলওয়ে স্টেশন সহ অধিকাংশ স্থানে মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

নিজেদের উৎপাদিত সবজি নিয়ে বাজারে এসে খোলা জায়গায় বসে বিক্রি করেন চাষিরা। রবিবার দিনভর বৃষ্টিতে তারা খুব কষ্টে দিন পার করেছেন। ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামের কৃষক আবুল হোসেন (৪৭) ও পাাশের মনিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের কৃষক আরশাদ আলী সরদার (৭০) বলেন, তারা নিজেদের উৎপাদিত বিভিন্ন প্রকার শাকসবজি ঝিকরগাছা প্রেসক্লাব ও বাজারের কাউন্সিল রোডে খোলা স্থানে বিক্রি করে সংসার চালান। এদিনও তারা এসেছিলেন বৃষ্টি উপেক্ষা করে। কিন্তু আশানুরূপ দাম মেলেনি।উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ জানান, এ বছর আবাদকৃত জমির পরিমাণ আউশ ধান ২৮৪০ হেক্টর, রোপা আমন ১৮ হাজার ৪২৫ হেক্টর, পটল ২৯০ হেক্টর, বেগুন ১৫৫ হেক্টর, পেঁপে ১৩০ হেক্টর, কলা ১০০ হেক্টর, মরিচ ৭৫ হেক্টর, পেঁয়াজ (বীজতলা) ১.৮২ হেক্টর, পেঁয়াজ (আবাদ) ২.১০হেক্টর, ফুল ৬৩০ হেক্টর, অন্যান্য সবজি ৬৯০ হেক্টর। এর মধ্যে দুর্যোগে আউশ ধান ৩৫০ হেক্টর, রোপা আমন ২ হাজার ৮শ ৬৫ হেক্টর, পটল ৫৫ হেক্টর, বেগুন ৩৫ হেক্টর, পেঁপে ১৫ হেক্টর, কলা ১৫ হেক্টর, মরিচ ১২ হেক্টর, পেঁয়াজ (বীজতলা) ০.২৫ হেক্টর, পেঁয়াজ (আবাদ) ০.৪৫হেক্টর, ফুল ৯৫ হেক্টর, অন্যান্য সবজি ১২৫ হেক্টর ক্ষতির আশংকা রয়েছে।

শেয়ার করুনঃ