
পঞ্চগড় জেলার আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে রবিউল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী ঝাকুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল একই গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে। সে চুচুলী সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে স্থানীয় সহপাঠী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে মাঠে খেলছিল রবিউল। খেলা শেষে মাঠের পাশে পুকুরে সবাই মিলে গোসলে নামে। এক পর্যায়ে সে পাড়ে উঠে পুকুরে ঝাঁপ দিলে পানিতে তলিয়ে যায়। তবে রবিউল সাঁতার জানতো। স্থানীয়দের সহায়তায় রবিউলকে পুকুরে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী বোদা উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে আটোয়ারী থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।