
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ লেম্বুছড়ি বিওপির জোয়ানরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৯ নং পিলার এলাকার বাহিরমাঠ নামক এলাকার চোরাই পথ দিয়ে মিয়ানমারে পাচার কালে মালিকবিহীন অবস্থায় ৯০ প্যাকেক কেক ও ৬০ প্যাকেট মোম বাতি জব্দ করেছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে লেমুছড়ি বিওপির টহল দল এসব পুণ্য জব্দ করতে সক্ষম হন। বিজিবি সূত্রে জানান জব্দকৃত এসব পণ্য সামগ্রী নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে প্রেরণ করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাহল আহমেদ নোবেল এসি জানান সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান প্রতিরোধে। কঠোর অবস্থানে আছে বিজিবি।