ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই নারী মাদককারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা দুই নারীকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
আটক নারী মাদক ব্যবসায়ীরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগনাথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী কুলসুম বেগম(৩৪) ও একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ময়না বেগম(২৬)।
আটককৃত দুই নারী মাদককারবারীর বিরুদ্বে
আশুগঞ্জ থানার এসআই(নিঃ) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৪১
ধারা অনুযায়ী মামলা রুজু করেন। যার নং- ১০, তারিখ- ১৫/০৯/২০২৪ইং, জিআর-১৪৬।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান, “ঢাকা-সিলেট মহাসড়কে আমাদের থানার সাব ইন্সপেক্টর প্রদ্যুৎ কুমার ঘোষের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে চলাকালে বাসে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাজাসহ দুই নারীকে আটক করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।