
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি দোকান ও একটি বসত বাড়ীতে দূর্ধষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পৌরশহরের মাদ্রাসা সড়ক কার্লভাট এলাকায় বায়েজীদ আহসান মৃধার বসত বাড়ীতে এবং ফিরোজ শিকদারের মালিকাধীন একটি খেলনার দোকানে এ চুরির ঘটনা ঘটে। এলাকবাসী জানান, চোরেরা ওই বসতবাড়ী এবং দোকান থেকে অন্ততঃ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।
বায়জিদ আহসান জানান, আমি পায়রা বন্দরের ঠিকাদারি প্রতিষ্ঠানের হিসাবের কাজে দুই দিন আগে ঢাকা এসেছি। বাসায় আমার বৃদ্ধ বাবা-মা ছিল। এই সুজোগে চোর তার কাজ হাসিল করেছেন। এ ব্যাপারে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বায়েজিদ আহসানের মামা মো.সোহাগ মল্লিক জানান, চোরেরা তার বোনের বাসা থেকে নগদ দেড় লাখ টাকা এবং ৬/৭ ভরি ওজনের স্বর্নালংকার লুট করে নেয়। বাড়ীর মালিক ধারনা করছেন, এ চোর সুযোগ বুঝে আগেই ঘরের ভিতর ঢুকে লুকিয়ে ছিল।
এদিকে, মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা মো.হেলাল সিকদার জানান, তার দোকানের পাশেই ফিরোজ সিকদারের মালিকাধীন ভাড়াটিয়া একটি খেলনার দোকানে চুরির ঘটনা ঘটে। তবে ওই দোকান থেকে কি পরিমান মালামাল নিয়ে গেছে তা তিনি বলতে পারেননি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে টহল পুলিশের ডিউটি আরো জোরদার করবেন বলে তিনি উল্লেখ করেন।উল্লেখ্য, তিনদিন আগে পৌরশহরের ৯ নাম্বার ওয়ার্ডে অবসরপ্রাপ্ত শিক্ষক আবদূর রশিদ মিয়ার বাড়ীতে দূর্বৃত্তরা হানা দিয়ে ১১ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়।