কক্সবাজার সদর থানাধীন বেইলী হ্যারীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো.আলী(৫৫)।
শুক্রবার বিকালে বেইলী হ্যারীর মোড় এলাকায় মেরিন ড্রাইভ চেকপোস্টে একটি সিএনজি থেকে মাদক কারবারিসহ ইয়াবাগুলো জব্দ করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.জসিম উদ্দীন চৌধুরী জানান,গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বিকাল ৩টা ৪৫ মিনিটের কক্সবাজার সদর থানাধীন বেইলী হ্যারীর মোড় এলাকায় মেরিন ড্রাইভ চেকপোস্টে কক্সবাজার সদর মডেল থানার অভিযানে টেকনাফ থেকে শহর গামী একটি সিএনজি গাড়ি তল্লাশি করে ২৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহন করার দায়ে মো.আলী(৫৫) কে গ্রেফতার করা হয় এবং ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত হওয়ায় সিএনজি গাড়িটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে