ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বাগমারায় হয়রানিমূলক মামলা ও হুমকির প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারায় হয়রানিমূলক মিথ্যা মামলা, ভাড়াটিয়া কতিপয় লোক দিয়ে মানববন্ধন ও বানোয়াট সংবাদ প্রচার করিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে ।

রবিবার বেলা সাড়ে এগারো’টায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়। বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী জাবের আলী তার ছেলে জাহিদ হাসান আকাশ সহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি মিথ্যা মামলা দায়ের করে পার্শ্ববর্তী গ্রামের আইয়ুব আলী। দায়েরকৃত মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেই সাথে গত ১৩ আগস্ট জ্যোতিনগঞ্জ বাজারে মানববন্ধনের নামে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী জাবের আলী এবং তার পক্ষের লোকজনের পা কেটে নেয়া সহ নানা ধরনের হুমকি ধামকি অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী জাবের আলীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান জাহিদ হাসান আকাশ। তিনি দাবি করে বলেন, যে তারিখে মামলা হয়েছে সে সময় তিনি ঢাকায় ছিলেন। অথচ মিথ্যা চাঁদাবাজির মামলায় নাম দেয়া হয়েছে তার।
তিনি আরো জানান, চাঁদাবাজির মতন কোন ঘটনা ঘটেছে কিনা সেটা তার জানা নেই। তার পিতা জাবের আলীর ব্যবসায়িক সুনাম নষ্ট করার লক্ষ্যে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। জাহিদ হাসান সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেন ঘটনাটির সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেন। পাশাপাশি মিথ্যা মামলায় কোন সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। সেই সাথে জাবের বাহিনী নামে আখ্যায়িত করা হয়েছে যার কোন ভিত্তি নেই। এলাকার মানুষের বিপদে-আপদে সব সময় আমার আব্বা পাশে দাঁড়ায়। আমার আব্বার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেখানে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। মিথ্যা তথ্য প্রকাশ করে তারা এলাকায় আমার আব্বার মান ক্ষুন্ন করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ডের মেম্বার নারায়ণ চন্দ্র সাহা, সমাজ সেবক বাবর আলী, আব্দুল কুদ্দুস, মাস্টার মোজাম্মেল হক, ব্যবসায়ী বাবর আলী, সার্ভেয়ার আনিসুর রহমান, স্থানীয় মোসলেম আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিথ্যা মামলার পাশাপাশি অনবরত হুমকির মুখে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ মন্দিয়াল গ্রামের সাধারণ মানুষ অজানা আতংকে রয়েছেন।

তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুনঃ