
গত বৃহস্পতিবার ১২ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনলাইন পোর্টালে”সিরাজদিখানে নুরুল ইসলামের নামে একাধিক জমি দখলের অভিযোগ”এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম কে জড়িয়ে সংবাদটি প্রকাশিত হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়। যা আদৌ সত্য নয়।
প্রকৃত ঘটনাটি হচ্ছে, সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের ১ নং ওয়ার্ড চম্পকদী গ্রামে আমার বাড়ি সামনে থাকা সরকারি সম্পদ আমি লীজ নিয়ে দীর্ঘ ৪০ বছর যাবত ঐ জমি ভোগ দখলে থেকে চাষ করে খাচ্ছি। এখন একটি কচক্রী মহল এই জমিটির তাদের দাবি করে জোরপূর্বক দখলে নিতে চায়। আমি তার প্রতিবাদ করায় তারা আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে আমি জমি দখল করে রেখেছি বলে এমন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সাংবাদিকদের কাছে দিয়ে এই সংবাদটি প্রকাশ করায়। আমি এমন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
প্রতিবাদকারী
মোঃ মেহেদী হাসান পাভেল। জৈনসার,সিরাজদিখান,মুন্সীগঞ্জ।