ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মেলান্দহে জোরপূর্বক জমি দখল-ঘরবাড়ি ভাংচুর

জামালপুরের মেলান্দহে পৌরসভার উত্তর আদিপৈত এলাকায় জোরপূর্বক জমি দখল করে ঘরবাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট ও চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লিপ্টন মিয়া গংদের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী ওই এলাকার সরোয়ার হোসেনের মেয়ে মোছাঃ স্বপ্না বেগম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত বুধবার ( ১১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার উত্তর আদিপৈত এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন ওই এলাকার মৃত আঃ ছামাদের ছেলে লিপ্টন (৪৮), কহিনুর (৪৫), লিটন (৪০) নারগিছ (৪২), ফিরোজা, তাসলিমা (৩০) সহ মোঃ আলাল ও ফিরোজ।

অভিযোগ সুত্রে জানা যায়, মেলান্দহের আদিপৈত মৌজার বিআরএস খং নং- ১১৫ হাল দাগ ৩১৩ তফসিল বর্ণিত জমি তার বাবা সরোয়ার হোসেন ওয়ারিশ ও ক্রয় সুত্রে পেয়ে ৫০ বৎসর হল ঘরবাড়ীতে বসবাস করে থাকাবস্থায় সে জমিতে তার বাবার থেকে ২০২০ সালের ২৪ মার্চ হেবার দলিল মুলে বাদী তার বোনইতি আক্তার ও বিথী আক্তার প্রাপ্ত হয়।

গত বুধবার ( ১১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্তরা বাড়ীতে ঢুকে নির্মানধীন ঘরের ইট, রড, সিমেন্টসহ মালামাল ঘরের ভিতরে থাকা দুই লক্ষ চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে বাদীর মা অভিযুক্তদের বাঁধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে পরিবারের সবাইরে প্রান নাশ করে লাশ গুম করার হুমকি দেই। তাদের এমন হুমকিতে বাড়ীঘরে স্বাধীনভাবে চলাফেরা করিতে পারছেনা এমতাবস্থায়

জীবন শঙ্কায় রয়েছেন বলে জানিয়েছেন বিবাদীরা।

ভুক্তভোগী সরোয়ার হোসেন বলেন, আমার কেনা জমিতে আমি ঘর নির্মাণ করতে গেলে তারা আমাদেরকে বাধা দেয়। আমি বাড়িতে না থাকায় আমাদের চলাচলের রাস্তাটাও বন্ধ করে দিয়েছে এবং আমার কাছে চাঁদা দাবি করছে।

অভিযুক্ত লিপ্টন মিয়া গংরা বলেন, আমার বাবার জমিতে আমরা ঘর নির্মাণ করেছি। সে জোরপূর্বক আমাদের ওয়ারিশদের বাদ দিয়ে একাই ভোগদখল করতে চাই। তারা যে অভিযোগ দিয়েছে সেগুলো মিথ্যা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ