
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে সীমান্ত থেকে মিয়ামার পাচার কালে ৩ শত বস্তা সার জব্দ ও ২ পাচারকারীকে আটক করেছে করেছে তুমব্রু বিওপির বিজিবি জোয়ানরা।
শনিবার (১৩ সেম্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম খালের তুমব্রু এলাকা থেকে এসব সার জব্দ করা হয়। একই সাথে ২ জন পাচারকারীকেও আটক করতে সক্ষম হন বিজিবি।
জব্দ করা ৩ বস্তা সারের চালানটি মিয়ানমারে যা এর আগে ৩৪ বিজিবি জোয়ানরা আরো বেশ কয়েকটি চালান জব্দ করে গত কয়েক মাসে।
ঘুমধুমের বাসিন্দা আবদুস ছালাম,শফিক আহমদ ও মোহাম্মদ হাসান জানান,ঘুমধুম সীমান্তে সার পাচারের সেন্টিকেট সদস্য ৫০ জন। তাদের মধ্যে উখিয়া,কুতুপালং বাজার,কচুবুনিয়া,তুমব্রু পশ্চিমকূল ও তুমব্রু বাজার এলাকার গড়ফাদাররা রয়েছে তাদের নেতৃত্বে ।
তারা লেবার খাঁটিয়ে গভীর রাতে প্রভাবশালিদের চাঁদা দিয়ে ঘুমধুমের কচুবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে বড়ুয়া পাড়া এলাকার ঘুমধূম পঁচা খালের ঘাঁট দিয়ে প্রায় ৩ কিলোমিটার খালে খালে পূর্ব-দক্ষিণের নিয়ে মিয়ানমার সীমান্তের তুমব্রু রাইট ক্যাম্পের সামান্য পশ্চিম হয়ে মিয়ানমারে নিয়ে এ সার।
তন্মধ্যে ৩ শ বস্তা সার বিজিবি জোয়ানরা শুক্রবার রাতে ও শনিবার বিকেলে জব্দ করে । এ সময় ২ চোরাকারবারীর সহযোগীকেও আটক করে বিজিবি।
বাকী ২ শত বস্তা সার কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা হণ্য হয়ে খুঁজছে তুমব্রু ও ঘুমধুস বিওপি জোয়ানরা।