
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাাইভেটকার ও পিকআপসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে শনিবার আশুগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা,মদের বোতল,প্রাইভেটকার ও পিকআপ সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে আশুগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সকালে আশুগঞ্জ থানার এস আই(নি:) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ টোলপ্লাজায় চেকপোস্টে যানবাহন তল্লাশি করা কালে একটি সিলভার কালার প্রাইভেট কার গাড়িকে সন্দেহ হলে তাতে তল্লাশি চালায়। তল্লাসীকালে প্রাইভেট কারে থাকা ৩০ কেজি গাঁজা এবং গাড়িতে থাকা ২ মাদককারবারীকে আটকক করে।
আটককৃতরা হলেন১। লক্ষীপুর জেলার সদর থানার ভাংগা খাঁ গ্রামের মৃত সুজায়েত উল্লার ছেলে মোঃ রিয়াজ(৩২) ২। নরসিংদী জেলার মনোহরদী থানার আমতলী মাইজদিয়া গ্রামের
কামাল উদ্দিনের ছেলে (চালক) মোঃ নজরুল ইসলাম (২৬)।
একই দিন সকালে অপর এক অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজায় চেকপোস্টে যানবাহন তল্লাশি করা কালে একটি কালো পিকআপ গাড়ি হতে ১০৪ টি বিদেশি মদের বোতলসহ
(যাহার মোট পরিমান ৫১.৭৫ লিটার) আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করে আশুগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন ১। সিলেট জেলার গোয়াইনঘাট থনার পাইকরাজ গ্রামের মৃত
ব্রজেন্দ্র কুমার দেবের পুত্র উজ্জ্বল কুমার দেব(৪০) চালক,২। সিলেট জেলার বিয়ানীবাজার থানার বড়পাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৮)। ৩। সিলেট জেলার গোয়াইনগাট থানার মো মোস্তাক আহম্মদের ছেলে মাহামুদুল হাসান(১৮)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবির বলেন, সকালে গোপন খবরের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় যানবাহন তল্লাশি অভিযান চালায় পুলিশ। অভিযানকালে উল্লেখিত আসামীদ্বয়ের নিকট থেকে মদ,গাঁজাসহ একটি প্রাইভেটকার, ও একটি পিকআপ জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।