
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের পৌর মার্কেটের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশ করেন তারা। স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
এ সময় বিএনপির নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করলেও তার ষড়যন্ত্র বন্ধ নেই। তার ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার বিচারসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।
এসময় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, পৌর যুবদলের সদস্য সচীব আবুল কাশেম, যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন, সাবেক প্যানেল মেয়র ও যুবদল নেতা আলাউদ্দিন, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, যুগ্ম আহবায়ক মোহন, সদস্য সচীব নুরুদ্দীন টুটুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ শরীফ, সদস্য সচীব জুয়েল ফকির, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, কৃষকদলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু, উপজেলা যুবদল নেতা খালিদ মাহমুদ সোহাগ, পৌর যুবদল নেতা জিয়াউর রহমান হিরন, মাছুম বিল্লাহ, রতন মাহমুদ, বি এম ওয়াসিম আরমান, সুমন মল্লিক, মামুন ভূইয়া,জামাল হোসেন, সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।