
রোববার ( ১২ নভেম্বর ) কুড়িগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার,নাগেশ্বরী সার্কেলের মো.সুমন রেজা অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছে।
পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা ১ এর উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। তারা সহকারী পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যথাযথ কর্তপক্ষের মাধ্যমে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের যোগদান পত্র পাঠাতে বলা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
তার এই পদোন্নতিতে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো মাহফুজুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে