
পটুয়াখালীতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে সেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ বিক্ষোভ মিছিল টি উক্ত সময় এ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এসময় উক্ত প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশে সেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন সহ শত শত সেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।