
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর শনিবার সকাল১০ টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কাউন্সিল অধিবেশন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। এছাড়াও এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস মাওঃ মোঃ আঃ হক কাওসারী’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাইখুল হাদীস মুফতী শেখ মুজিবুর রহমান, মহাসচিব শাইখুল হাদীস আল্লামা মঞ্জরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও বিএনপির পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক আলহাজ্ব আঃ রশিদ চুন্নু মিয়া ও সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পটুয়াখালী জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ অধিবেশন ও সুধী সমাবেশের মধ্যেই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটির ৩ জন উপদেষ্টা সহ৭১ বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটির উপদেষ্টা ও নেতৃবৃন্দরা হলেন, প্রদান উপদেষ্টা -আলহাজ্ব মাওঃমোঃ আবু সাঈদ, উপদেষ্টা -আলহাজ্ব মাওঃ শাহ মোঃ ফজলুল হক ও মাওঃ মোঃ সাইফুল ইসলাম। সভাপতি – শাইখুল হাদীস মাওঃ মোঃ আঃ হক কাওসারী ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ উবাইদুল্লাহ ফারুক প্রমুখ। প্রসঙ্গত: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার এ অধিবেশন ও সুধী সমাবেশ টি এসময় পরিচালনা করেন উক্ত অধিবেশন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মোঃ মোতাহার উদ্দীন ও সদস্য সচিব মাওলানা মোঃ ওবায়দুল্লাহ ফারুক বলে জানা যায়।