ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,গ্রেফতার ১৫
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে মানববন্ধন

নার্স ও নার্সিং পেশাকে ‘কটুক্তি করা বক্তব্য’ দেওয়ার অভিযোগ তুলে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ ও নার্সিংয়ের মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদত্যাগের দাবিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স কর্মকর্তাদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পরে হাসপাতাল থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বাসস্ট্যান্ডে সড়কে প্রদক্ষিন শেষে হাসপাতালে জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয় ।মানবন্ধনে চুয়াডাঙ্গা জীবননগর নার্সিং সুপার ভাইজার মোছা:রানু খাতুন বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সিং কর্মকর্তাদের সঙ্গে অপেশাদার দায়িত্ব সুলভ আচরণ করেছেন। একই সাথে তাদের পেশাক অপমান করেছেন। নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়ে নার্সদের সঙ্গে এমন আচরণ কোনোভাবে গ্রহণযোগ্য না। অনতিবিলম্বে তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই নার্স জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এমনকি মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করতে হবে।নার্সিং কর্মকর্তাদের র‍্যালি ও মানববন্ধন শেষে বক্তব্য রাখেন

মোছা:তহমিনা খাতুন বলেন, মহাপরিচালক বক্তব্যে নার্স ও নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
মোছাঃ জয়নব খাতুন, যেসব পিএইচডি করা নাসিং কর্মকর্তারা আছেন তাদেরকে আমরা মহাপরিচালক হিসেবে দেখতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগরউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার মোছা. রানু খাতুন, মোছা:তহমিনা খাতুন (বিএসসি),মো:সেলিনা খাতুন,শিখা,আঞ্জুমান আরা,কাজল রেখা, নাসিমা খাতুন, আন্জুরা খাতুন, রিনা খাতুন,
মোসাম্মৎ মেহেরাবুল, জয়নব, নিশাত আনাম বেবি,নাসরিন আখতারী, শান্তনী খাতুন, রুপালি খাতুন, সোহেলী খাতুন, রোকসানা খাতুন, ববিতা খাতুন, সুরাইয়া খাতুুন,তানভিন মুক্তি, নাসরিন খাতুন, ফিরোজা বেগম, রেক্সোনা খাতুন, শিখা রানী,
এছাড়া জীবন নগর উপজেলার ৩০ নার্সিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিন্ডিকেট নিয়ে একদল নার্সিং কর্মকর্তার কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর তাদের সঙ্গে অপেশাদারিত্ব সুলভ আচরণ করেন। তার এই বক্তব্যে নার্স ও নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয়-প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ তোলেন নার্সিং সমাজ। এরপরই মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই ‘মার্চ টু ডিজিএনএম’ শীর্ষক কর্মসূচি নিয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন নার্সিং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুনঃ