
মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া (নোয়াখালী )প্রতিনিধি:
বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ায় ১০ টিন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সঠিক নাম ও পরিচয় জানা যায়নি।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা জানান, বৈরী আবহাওয়ার কবলে পড়ে প্রায় ১০টি ট্রলার ডুবে গেছে।এর মধ্যে একটি মালবাহী ট্রলারও আছে।অনেকে তীরে ফিরে এসেছে। এই পর্যন্ত তিন জনের মরাদেহ উদ্ধার করলেও এখনো অনেক জেলে নিখোঁজ রয়েছে। তাদের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ১২ ঘণ্টায় নোয়াখালীতে প্রায় ৮৭ মি:মি: বৃষ্টিপাত হয়েছে। এতে জলাবদ্ধতা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিন্মচাপ থাকায় আরো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।