ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে আগামী নির্বাচনে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হবে: এমপি মিলন

আসন্ন নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে উন্নয়নের এ ধারা বজায় রাখতে হবে। সারাদেশে ৮ কোটি মানুষকে প্রধানমন্ত্রী সামাজিক বেষ্টনীর আওতায় এনেছেন, মোরেলগঞ্জ উপজেলায়ও সোয়া লাখ পরিবারের মধ্যে ৯০ হাজার পরিবার কোন না কোন ভাতার অন্তর্ভুক্ত’- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ কলেজ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আমিরুল আলম মিলন এ কথা বলেন।
গতকাল বিকাল ৩ টায় সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রধানমন্ত্রী কর্তৃক সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের পক্ষ থেকে দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
এসময় সমাবেশে উপস্থিত ৫ হাজারের অধিক সুবিধাভোগীদের সংসদ সদস্য আমিরুল আলম মিলন প্রশ্ন করেন আপনারা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ কিনা(?)। জবাবে হাত উঁচু করে সমস্বরে সবাই হ্যাঁ সূচক জবাব প্রদান করেন।

এসময়সংবাদ ফ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশারফ হোসেন, মোরেলগঞ্জ পৌর মেয়র এ্যাড. এস.এম মনিরুল হক তালুকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

বক্তারা বলেন, অতীতে এদেশে অনেক সরকার ছিলো, কিন্তু এই রকম করে ১০ কেজি চাল, ২০ কেজি চাল এবং ৪০ দিনের কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মৎস্য ভাতা, আরো অনেক ভাতা, এতো ভাতা অতীতে কোনো সরকার দেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষ নিয়ে পরিকল্পনা করেন তাদের কল্যাণে কাজ করেন।

বক্তারা আরো বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার তিনি মানুষকে ভালো বাসেন, মানুষকে সম্মান করেন, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে তার জন্য তাদের পাশে সাহায্যের হাতটি বাড়িয়ে দেন। এটি অন্য কোনো সরকার করেননি। যে সরকার এই কাজটি করে, অবশ্যই তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। শেখ হাসিনা সরকারকে আগামীতে সরকার পরিচালনার জন্য টিকিয়ে রাখতে পারি, তাহলে তিনি সারাদেশের মানুষের জন্য যত উন্নয়ন কর্মযজ্ঞ করছে, সেই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে।

এসময় উপকারভোগীদের সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান। সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রায় ৫ হাজার উপকারভোগী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ