
পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পিরোজপুর জেলা জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পিরোজপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামীম।
এসময় প্রেসক্লাবের পক্ষে অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সম্পাদক এস.এম তানভীর আহমেদ এবং জামায়াত ইসলামীর পক্ষে জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েল। মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি দমন, পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে। জামায়াতের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে কিন্তু কোন কিছুই প্রমাণ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, জামায়াত ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলও হয়রানি ও জুলুম-নিপীড়নের শিকার হয়েছে। তিনি বলেন, পিলখানায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্মম নিষ্ঠুরতার চিত্র তুলে ধরেন। এসময় তিনি উল্লেখ করেন, শাপলা চত্তরে হেফাজতে ইসলামের কর্মীদের উপর সংঘটিত গনহত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা কর্মীদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। জেলা আমীর বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়। এছাড়াও তিনি আরো বলেন, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এর প্রকৃত সত্য উদঘাটন করে বিচারের দাবি জানান। তিনি উন্নত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে সাংবাদিকদের সঠিক তথ্য পরিবেশনের আহ্বান জানান।
এ সময় জেলা জামায়াতের আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমীর আব্দুর রাজ্জাক, পিরোজপুরের আলো পত্রিকার সম্পাদক ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমূখ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস. এম. তানভীর আহমেদ, সাবেক সভাপতি মাহামুদ হোসেন, গৌতম রায় চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, ফিরোজ রব্বানী, খেলাফত হোসেন খসরু, এস. এম. পারভেজ ও শিরিনা আফরোজ।