
যশোরের ঝিকরগাছায় রাজনৈতিক কোন্দলের জেরে মা, ছেলে হাতুড়িপেটার শিকার হয়েছেন। বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টার দিকে বাড়িতে হামলা করে তাদের পেটানো হয়। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী ফাতেমা বেগম (৬৫) ও ছেলে গোলাম মাওলা (৩১)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।আহতের স্বজনরা জানিয়েছেন, ঝিকরগাছার সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রয়াত শিক্ষক গোলাম মোস্তফার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার বড় ছেলে সুমন স্থানীয় ওয়ার্ডের মেম্বর।
রাজনৈতিক কোন্দলের জের ধরে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এলাকার বিএনপি সমর্থক রুবেল, নজরুল,আইয়ুব, জাহাঙ্গীর ও শাহিনুরসহ একদল সন্ত্রাসী বাড়িতে হামলা চালিয়ে ফাতেমা বেগম ও গোলাম মাওলাকে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। হামলাকারীরা এসময় তাদের ঘরবাড়ি ভাঙচুর করে।প্রতিবেশীরা আহত মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
বর্তমানে গোলাম মাওলা পুরুষ সার্জারি ও তার মা ফাতেমা মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, আহত মা-ছেলের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে ৷ তাদের অবস্থা গুরুতর।